বাসস দেশ-৩৬ : সরকার গ্রামকে শহরে রূপান্তরের লক্ষ্যে প্রতিটি গ্রামে সুযোগ সুবিধা সম্প্রসারণ করছে : কৃষি মন্ত্রী

153

বাসস দেশ-৩৬
রাজ্জাক- উন্নয়ন-কাজ-পরিদর্শন
সরকার গ্রামকে শহরে রূপান্তরের লক্ষ্যে প্রতিটি গ্রামে সুযোগ সুবিধা সম্প্রসারণ করছে : কৃষি মন্ত্রী
টাঙ্গাইল, ৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার গ্রামকে শহরে রূপান্তরের লক্ষ্যে প্রতিটি গ্রামে সুযোগ সুবিধা সম্প্রসারণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তর করতে অত্যন্ত গুরুত্ব দিয়েছে।
আজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের উন্নয়ন কাজ পরিদর্শন ও মধুপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন ও উদ্বোধন শেষে তিনি এসব একথা বলেন।
এ সময় গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মধুপুর পৌরসভার বর্তমান মেয়র মাসুদ পারভেজ, নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুর রাজ্জাক বলেন, গ্রামের উন্নয়নে সরকার রাস্তাঘাট নির্মাণ, আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, ঘরে ঘরে বিদ্যুৎসহ আধুনিক শহরের সুযোগসুবিধা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করেছে। আগের সরকারগুলো শিক্ষার্থীদের হাতে ছেড়াফাঁড়া পুরাতন বই তুলে দিতো। অথচ বর্তমান সরকার বছরের প্রথমদিনই সারা দেশের সকল শিক্ষার্থীর হাতে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে।
মন্ত্রী বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মধুপুরের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। প্রায় সব রাস্তা পাকা করেছি। বঙ্গবন্ধুর আদর্শই আমাদের আদর্শ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেতা। বঙ্গবন্ধুর আদর্শে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব। যেখানে সকল মানুষের জন্য উন্নয়ন হবে। বাংলাদেশ ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত হবে। প্রধানমন্ত্রী আগে মানুষকে খাবার উপহার দিতেন, শাড়ি-লুঙ্গি উপহার দিতেন। এখন তিনি গৃহহীনকে ঘর উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের ফলে এদেশে কেউ গৃহহীন থাকবে না। সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোর উন্নয়ন কাজ।
বাসস/সংবাদদাতা/এমএআর/২০৪৩/-শআ