রাওয়ালপিন্ডি টেস্ট: ২০০ রানে এগিয়ে থেকেও স্বস্তিতে নেই পাকিস্তান

703

রাওয়ালপিন্ডি, ৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ২০০ রানে এগিয়ে স্বাগতিক পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট করে দেয় পাকিস্তান। ফলে প্রথম ইনিংস থেকে ৭১ রানের লিড পায় তারা। সেই লিডকে সাথে নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে তারা।
প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০৬ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ১৬৬ রানে পিছিয়েছিলো প্রোটিয়ারা।
শেষ পর্যন্ত পাকিস্তানের পেসার হাসান আলির বোলিং তোপে দ্রুতই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৫৪ রানে ৫ উইকেট নেন হাসান। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৪৪ রান নিয়ে অপরাজিত ছিলেন তেম্বা বাভুমা।
দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার জিওর্জি লিন্ডে ও কেশব মহারাজের ঘুর্ণিতে তোপে পড়ে পাকিস্তান। বড় ইনিংস খেলতে পারেননি পাকিস্তানের শীর্ষ ব্যাটসম্যানরা। আজহার আলি ৩৩, ফাহিম আশরাফ ২৯ ও মোহাম্মদ রিজওয়ান ২৮ রানে অপরাজিত আছেন।
লিন্ডে ১২ রানে ৩টি ও মহারাজ ৭৪ রানে ২টি উইকেট নেন।