বাসস দেশ-৭ : মুরাদনগরে স্পিরিট বিক্রি বন্ধে অভিযান

103

বাসস দেশ-৭
অভিযান
মুরাদনগরে স্পিরিট বিক্রি বন্ধে অভিযান
কুমিল্লা (দক্ষিণ), ৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বগুড়ায় রেক্টিফায়েড স্পিরিট পানে ১৫ জন মৃত্যুর ঘটনায় প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবাধে স্পিরিট বিক্রি বন্ধ ও সচেতনতা তৈরী করতে বিশেষ অভিযান চালিয়েছে মুরাদনগর থানা পুলিশ।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম উপজেলার সদর ও এর আশেপাশের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি বিভিন্ন হোমিও প্যাথিক চিকিৎসা কেন্দ্রে কাগজপত্র যাচাই করেন এবং এ রেক্টিফায়েড স্পিরিট বাহিরে বিক্রিতে নিরুৎসাহিত করেন। পাশাপাশি বিভিন্ন কাঠের ফার্নিচার দোকানে গিয়ে তাদের প্রয়োজনের অতিরিক্ত স্পিরিট ক্রয় না করতে এবং কাউকে সেবনের জন্য দিতে নিষেধ করেন। কেউ অনিয়ম করলে পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি।
বাসস/এনডি/সংবাদদাতা/১৩৫০/নূসী