সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষক ড. কামরুলের ইন্তেকাল

277

চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা মৃত্যুর সাথে ১০ দিন পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন। গতকাল শুক্রবার রাত ১০ টা ৩৬ মিনিটে ঢাকাস্থ স্পাইন এন্ড অর্থোপেডিক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অধ্যাপক ড. কামরুল হুদা গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট দিতে গিয়ে সিআরবি এলাকায় রিক্সা থেকে পড়ে বাম পায়ের হাঁটুতে এবং মাথার বামপাশে গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে গত তাকে ঢাকার বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে বিশ^বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেছেন, ড. কামরুল হৃদযন্ত্রের সমস্যায়ও ভুগছিলেন।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
অধ্যাপক ড. কামরুল হুদা ২০১৫ সালের ২৮ জুন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন। প্রায় ২ বছর ৯ মাস দায়িত্ব পালনশেষে ২০১৮ সালের ২২ মার্চ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ১ এপ্রিল তার পদত্যাগপত্র গৃহীত হলে পুনরায় শিক্ষকতা পেশায় ফিরে যান। এরপর থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছিলেন তিনি।
অধ্যাপক কামরুল দেশসেরা একজন উদ্ভিদ বিজ্ঞানী। বাংলাদেশ থেকে নতুন তিন প্রজাতির অর্কিড রেকর্ড করায় তিনি লন্ডনের এভারডিন বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদের জীব সক্রিয় যৌগের গবেষণায় আমন্ত্রণ পেয়েছিলেন। এভারডিন, স্কটল্যান্ডে গবেষণা শেষে তিনি ফিরে এসে চবিতে রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রীতিলতা হলের প্রভোস্ট এবং চবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
অধ্যাপক কামরুল হুদার প্রথম নামাজে জানাজা আজ সকাল ১১টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাজা বাদ জোহর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও তৃতীয় নামাজে জানাজা বাদ আছর হাটহাজারীর কাটিরহাটস্থ নিজ বাড়িতে হওয়ার কথা রয়েছে। সেখানেই তাঁকে দাফন করা হবে।
এদিকে, অধ্যাপক ড. কামরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আক্তার। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।