বাসস দেশ-৩২ : তিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা শুরু

170

বাসস দেশ-৩২
তিস্তা সেচ প্রকল্প-ডিজিটাল সেবা
তিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা শুরু
নীলফামারী, ৫ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : তিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা আজ থেকে ডিজিটাল সেবার আওতায় এসেছে।
আজ শুক্রবার জেলার ডালিয়ায় পানি উন্নয়ন বোর্ডের ‘রেস্টহাইজ অবসর’-এর সভাকক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালা শেষে এ ডিজিটাল সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) ও চিফ ইনভেশন অফিসার মো. আজাদুর রহমান মল্লিক।
পানি উন্নয়ন বোর্ডের রংপুর সার্কেল (২)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান পানি ব্যবস্থাপনা কর্মকর্তা মাহফুজ আহমদ, মুখ্য সেচ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হাকিম প্রমুখ।
কর্মশালায় তিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মচারী, পানি ব্যবস্থাপনা সমিতি ও উপকারভোগি কৃষক প্রতিনিধিসহ পঞ্চাশজন অংশগ্রহন করেন। এসময় মাল্টিমিডিয়ার মাধ্যমে অংশগ্রহনকারীদের সেচ ব্যবস্থার ডিজিটাল পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/২১৩০/এমকে