বাসস ক্রীড়া-১২ : ২৭২ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছে পাকিস্তান

159

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-রাওয়ালপিন্ডি টেস্ট
২৭২ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছে পাকিস্তান
রাওয়ালপিন্ডি, ৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের চেপে ধরে পাকিস্তানের বোলাররা। ১০৬ রান তুলতেই ৪ ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। ফলে ৬ উইকেট হাতে নিয়ে এখনো ১৬৬ রানে পিছিয়ে প্রোটিয়ারা।
বৃষ্টিতে গতকাল প্রথম দিনের শেষ সেশন ভেস্তে যায়। ফলে ৫৮ ওভার ব্যাট করে দিন শেষে ৩ উইকেটে ১৪৫ রান করেছিলো পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৭৭ ও ফাওয়াদ আলম ৪২ রানে অপরাজিত ছিলেন।
আজ বাবর ৭৭ ও ফাওয়াদ ৪৫ রানে বিদায় নেন। পরবর্তীতে পাকিস্তানের হয়ে একাই লড়েছেন ফাহিম আশরাফ। অপরাজিত ৭৮ রান করেন তিনি। দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি ৫৬ রানে ৫ উইকেট নেন।
নিজেদের প্রথম ইনিংস শুরু করে উপরের সারির চার ব্যাটসম্যানকে হারায় দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ১৫, আইডেন মার্করাম ৩২, ভ্যান ডার ডুসেন শুন্য ও ফাফ ডু-প্লেসিস ১৭ রান করে আউট হন।
তেম্বা বাভুমা ১৫ ও অধিনায়ক কুইন্টন ডি কক ২৪ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন পেসার হাসান আলি।
বাসস/এএমটি/১৬০০/স্বব