জয়পুরহাটে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে মালামাল উদ্ধার

599

জয়পুরহাট, ৫ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলার পাঁচবিবি উপজেলায় আজ চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারলাখ ৩০ হাজার ৭৩০ টাকা মূল্যমানের ভারতীয় চোরাচালান সামগ্রি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি সদস্যরা এসব সামগ্রি উদ্ধার করেন।
বিজিবি সূত্র জানায়, জয়পুরহাট ২০ বিজিবি’র অধীন পাঁচবিবি আটাপাড়া বিওপি’র সদস্যরা ভারতীয় মালামাল নিয়ে একদল চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান চালান। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ফেন্সিডিল দুইশ’ ৭০ বোতল, ৩৫ প্রকারের কসমেটিকস ও খাবার আইটেম, ভারতীয় আতশবাজি ছয়শ’ পিচ, একশ’ পিচ ইয়াবা ট্যাবলেট, চয়েজ মদ আটবোতল, পাইপ বাজি ৩৫ প্যাকেটসহ অন্যান্য সামগ্রি।
জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য চারলাখ ৩০ হাজার ৭৩০ টাকা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।