বাসস দেশ-১২ : চট্টগ্রামের ১৪ উপজেলায় করোনা ভ্যাকসিন পৌঁছেছে

124

বাসস দেশ-১২
১৪ উপজেলায়-পৌঁছেছে ভ্যাকসিন
চট্টগ্রামের ১৪ উপজেলায় করোনা ভ্যাকসিন পৌঁছেছে
চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : চট্টগ্রাম জেলার কেন্দ্রীয় ইপিআই স্টোর থেকে ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে করোনার ভ্যাকসিন পৌঁছেছে ।
আজ শুক্রবার সকাল থেকেই পৃথকভাবে সিভিল সার্জন কার্যালয় থেকে বরাদ্দ দেয়া ভ্যাকসিনগুলো পৃথক পরিবহনে ১৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুপুরের পরপরই সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এগুলো পৌঁছে যায়।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, উপজেলাগুলোতেও আগামী রোববার টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হবে। ইতোমধ্যে কোন উপজেলায় কত ভ্যাকসিন পাবে, তা বরাদ্দ তালিকাও করা হয়েছে। আশাকরি একই দিনে সকল টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করতে সক্ষম হবো।
চট্টগ্রাম নগরীসহ জেলার জন্য ইতোমধ্যে ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড রুমে ওয়ার্ক ইন কুলারে এই ডোজ সংরক্ষণ করা হয়েছে। টিকা বরাদ্দ আসার পরদিনই নগরীসহ উপজেলার জন্য পৃথকভাবে বণ্টনের তালিকা করা হয়। এরমধ্যে শুধুমাত্র নগরীর ১৫ কেন্দ্রের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ ভ্যাকসিন। বাকি ৩ লাখ ১ হাজার ৯৫ ডোজ টিকা দেয়া হবে ১৪ উপজেলায়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ি জানা যায়, উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডোজ বরাদ্দ দেয়া হয়েছে পটিয়ায়। এ উপজেলায় দেয়া হয়েছে সাড়ে ৩১ হাজারের বেশি ভ্যাকসিন ডোজ। এছাড়া আনোয়ারা উপজেলায় ১৫ হাজার ৫২৪ ডোজ, বাঁশখালীতে ২৫ হাজার ৮৪১ ডোজ, বোয়ালখালীতে ১৩ হাজার ৩৭২ ডোজ, চন্দনাইশ উপজেলায় ১৩ হাজার ৯৬৫ ডোজ, ফটিকছড়িতে ৩১ হাজার ৫২৫ ডোজ, হাটহাজারীতে ২৫ হাজার ৮৭৬ ডোজ, লোহাগাড়ায় ১৬ হাজার ৭৭৬ ডোজ, মিরসরাই উপজেলায় ২৩ হাজার ৮৯৬ ডোজ, রাঙ্গুনিয়ায় ২০ হাজার ৩১৭ ডোজ, রাউজানে ১৯ হাজার ৩৪৯ ডোজ, সন্দ্বীপ উপজেলায় ১৬ হাজার ৬৯৭ ডোজ, সাতকানিয়াতে ২৩ হাজার ৬২ ডোজ, সীতাকুন্ডে ২৩ হাজার ২৪৪ ডোজ। নগরীতে ১ লাখ ৫৪ হাজার ৯০৫ ডোজ বরাদ্দ দেয়া হয়েছে।
বাসস/জিই/কেএস/১৭১৫/-অমি