কোহলি-স্মিথ-উইলিয়ামসনদের চেয়ে ব্যাটিং গড় বেশি সাকিবের

374

চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রান করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে ২০১৯ সালের পহেলা জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ১হাজার রান করা ব্যাটসম্যানদের তালিকায় ব্যাটিং গড়ে সবার উপরে সাকিব।
তিন ফরম্যাটে ২০ ম্যাচ খেলে ১,০৭৮ রান করেছেন সাকিব। তার ব্যাটিং গড় ৬৭ দশমিক ৩৭।
এই সময়ের মধ্যে ৪৩ ম্যাচ খেলে ২,৫৩৮ রান করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার ব্যাটিং গড় ৬০ দশমিক ৪২। তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন উইলিয়ামসন।
৫৩ ম্যাচে ২,৯৫৪ রান করে ৫৯ দশমিক ০৮ গড়ে তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি আছেন চতুর্থস্থানে। ৬৬ ম্যাচ খেলে ৫৪ দশমিক ০৪ গড়ে ৩২৯৭ রান করেছেন তিনি।
মাঝে দীর্ঘ এক বছর নিষিদ্ধ থাকার কারণে জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলা হয়নি সাকিবের। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের ২৯ অক্টোবর ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করে। এর মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা পান তিনি। ফলে এক বছরের নিষেধাজ্ঞা শেষে গত বছরের ২৯ অক্টোবর মাঠে ফেরার সুযোগ পান সাকিব।