ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ

312

আল রায়ান (কাতার), ৫ ফেব্রুয়ারি ২০২১ (বাসস/এএফপি): ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কাতারের আল দোহাইলকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মিশরীয় ক্লাব আল আহলে।
আগামী সোমবার কাতারের আহমাদ বিন আলী স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে কায়রো রেড ডেভিলসরা।
গতকাল কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আহলে ১-০ গোলে হারায় স্বাগতিক দোহাইলকে। ম্যাচের ৩০ মিনিটে আহলের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন মিডফিল্ডার হুসেইন এল শাহাত।
এই জয়ে দারুনভাবে ভারমুক্ত হলেন আহলের দক্ষিন আফ্রিকান কোচ পিটসো মোসিম্যান। এর আগে ক্লাব বিশ্বকাপের ৫টি আসরে অংশ নিয়ে মিশরীয়রা শুধুমাত্র একবার শীর্ষ তিনে আসন পেয়েছিল। এটি তার জন্য আরো বেশী আনন্দের। কারণ আগের ক্লাব দক্ষিন আফ্রিকার ম্যামেলোদি সানডাউন্স এর হয়ে ২০১৬ সালের আসরে অংশ নিয়ে দুটি ম্যাচেই হেরে গিয়েছিলেন মোসিম্যান।
স্বাগতিকদের চেয়ে অধিক দর্শকদের সমর্থনপুস্ট আহলে বিরতির আগে আরো একটি গোল করেছিল। তবে অফসাইটের কারণে সেটি বাতিল হয়।
এর আগে আহমাদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর টাইগ্রেস পিছিয়ে পড়েও ২-১ গোলে দক্ষিন কোরিয়ার উলসান হুন্দাইকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। রোববার প্রথম সেমি ফাইনালে ব্রাজিলের পালমেইরাসের মোকাবেলা করবে টাইগ্রেস।