বাসস দেশ-৮ : চট্টগ্রামে করোনা শনাক্ত ৬৮ জন

111

বাসস দেশ-৮
চট্টগ্রাম-করোনা
চট্টগ্রামে করোনা শনাক্ত ৬৮ জন
চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : চট্টগ্রাম জেলায় নতুন ৬৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩ দশমিক ৭২ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের গত ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা যায়, গতকাল বৃহস্পতিবার সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৬৮ জন বাহকের মধ্যে শহরের বাসিন্দা ৫৩ জন এবং বিভিন্ন উপজেলার ১৫ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৩ হাজার ৩৫৫ জন। গতকাল করোনায় কারো মৃত্যু হয়নি। জেলায় মোট মৃতের সংখ্যা ৩৬৯ জনই রয়েছে। এর মধ্যে ২৬৮ জন শহরের ও ১০১ জন গ্রামের বাসিন্দা।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৮৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের রেজাল্ট পজিটিভ আসে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৬৪ জনের নমুনার মধ্যে ৭ জন জীবাণুবাহক চিহ্নিত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১শ’টি নমুনার ৪২টিতে করোনারভাইরাস পাওয়া যায়। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে স্থাপিত আরটিআরএলে ২টি নমুনা পরীক্ষা করা হলে ২টিরই ফলাফল নেগেটিভ আসে।
বেসরকারি তিন ল্যাবরেটরির মধ্যে শেভরনে ৩০৭টি নমুনা পরীক্ষায় ৮টি নমুনায় ভাইরাস থাকার প্রমাণ মেলে। চট্টগ্রামের ৭১ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় একটিতেও ভাইরাসের অস্তিত্ব মিলেনি। তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ১ দশমিক ১৩ শতাংশ, চমেকে ১ দশমিক ৫১, চবি’তে ৪২ শতাংশ, শেভরনে ২ দশমিক ৬০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়। এছাড়া, আরটিআরএল ও কক্সবাজার মেডিকেল কলেজে শূন্য শতাংশ সংক্রমণ হার পাওয়া যায়।
বাসস/জিই/কেএস/১৪৩০/-আসাচৌ