বাসস দেশ-৭ : ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

133

বাসস দেশ-৭
লাইনচ্যুত-তেলবাহী ট্রেন
ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
সিলেট, ৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী একটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সকল রুটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা কবলিত ট্রেনের ওয়াগনে থাকা জ্বালানি তেল আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে ট্রেনের ১০টি তেলবাহী বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর থেকে সারা দেশের সাথে সিলেটের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে আজ শুক্রবার দুপুর পর্যন্ত সকল রুটের সরাসরি ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে আজ সকালের সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও সিলেট থেকে চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেটের পরিবর্তে কুলাউড়া থেকে সকালে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়াও দুপুরে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি যথা সময়ে সিলেটের পরিবর্তে কুলাউড়া রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে নিশ্চিত করেন সিলেট রেল স্টেশনের ব্যাবস্থাপক খলিলুর রহমান। তিনি জানান দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধার করে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুটি টিম কাজ করছে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। আজ শুক্রবার রাতের মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন ও ট্রেন লাইনে জরুরী মেরামত কাজ শেষে সিলেটের সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বাসস/সংবাদদাতা/আসাচৌ/১২৪০/-আসাচৌ