বাসস দেশ-৫ : শরীয়তপুরে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন শুরু

121

বাসস দেশ-৫
টিকা-রেজিস্ট্রেশন
শরীয়তপুরে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন শুরু
শরীয়তপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় কোভিড-১৯ টিকার আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম পর্যায়ে সম্মুখসারির ১৮ হাজার ব্যক্তিকে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রদান করা হবে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর সদর হাসপাতাল চত্ত্বরে স্থাপিত রেজিস্ট্রেশন স্টলে একজনের অনলাইন রেজিস্ট্রেশনের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক বলেন, কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে আজ আমরা একটি সহনশীল পর্যায়ে অবস্থান করছি। একটা সময় চ্যালেঞ্জ ছিল যে, আমরা সকলকে টিকা দিতে পারব কি না। আমরা সেই পর্যায় থেকে শরীয়তপুরে আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রদানের মাধ্যমে সকলের আন্তরিক প্রচেষ্টায় ইনশাআল্লাহ কোভিড যুদ্ধে জয়ী হতে চাই। এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবাহান।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রথম পর্যায়ে জেলায় ৩৬ হাজার ডোজ টিকা পেয়েছি। কোভিড মোকাবেলায় প্রথম সারির শরীয়তপুরের ১৮ হাজার যোদ্ধাদের দুই ডোজ করে টিকা প্রদান শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। প্রথম ডোজের ২ মাসে পরে আবার ওই ব্যাক্তিকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে টিকা পাবেন ১৮ বছরের উপরের স্বাস্থ্য বিভাগের কর্মী, মুক্তিযোদ্ধা, রাষ্ট্র পরিচালনায় অপরিহার্য বিভাগের ব্যক্তিবর্গ, পুলিশ, সাংবাদিকসহ ৫৫ বছরের উপরের বয়সী নাগরিকগণ।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৫৭/কেজিএ