বাসস ক্রীড়া-১ : ৫ উইকেটে ১৮৯ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ

124

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-চট্টগ্রাম টেস্ট
৫ উইকেটে ১৮৯ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
চট্টগ্রাম, ৫ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : মেহেদি হাসান মিরাজের ১০৩ রানের সুবাদে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ১৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট হাতে রেখে এখনো ২৪১ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতকাল, দ্বিতীয় দিনের শেষ সেশনে নিজেদের প্রথম ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ ওভারে ২ উইকেট ৭৫ রান করেছিলো তারা। অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট ৪৯ ও এনক্রুমার বোনার ১৭ রানে দিন শেষ করেছিলেন।
আজ দিনের প্রথম বলেই বোনারকে প্যাভিলিয়নের পথ দেখান বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। নামের পাশে ১৭ রান রেখেই উইকেট পতনের তালিকায় নাম তুলেন বোনার।
বোনারের বিদায়ের পর টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরি তুলে নেন ব্রার্থওয়েট। হাফ-সেঞ্চুরির পর কাইল মায়ারসের সাথে দলের স্কোর ঘুড়াতে থাকেন ব্রার্থওয়েট। উইকেটের সাথে নিজেদের মানিয়েও নেন তারা। তাই জুটিটি হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়ে যায়।
হাফ-সেঞ্চুরির পরই এই জুটিতে ভাঙ্গন ধরান বাংলাদেশের অফ-স্পিনার নাইম হাসান। দারুন এক ডেলিভারিতে ওয়েস্ট ইন্ডিজ দলপতিকে বোল্ড করেন নাইম। ১১১ বলে ১২টি চারে ৭৬ রান করেন ব্রার্থওয়েট। চতুর্থ উইকেটে মায়ারসের সাথে ৬৮ বলে মূল্যবান ৫৫ রান যোগ করেন ব্রার্থওয়েট।
অধিনায়কের বিদায়ের পর আক্রমনাত্মক হয়ে বাংলাদেশ বোলারদের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন মায়ারস। দৃষ্টিনন্দন কিছু শটে ৭টি বাউন্ডারিও তুলে নেন তিনি। এমন অবস্থায় মায়ারসকে থামান স্পিনার মিরাজ। মায়ারসকে লেগ বিফোর আউট করেন তিনি। ৬৫ বলে ৪০ রান করেন মায়ারস।
২৪ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যান ব্রার্থওয়েট ও মায়ারসের আউটে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলকে চাপ থেকে মুক্ত করতে সর্তকতার সাথে এগোতে থাকেন জার্মেই ব্লাকউড ও উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা। প্রথম সেশনে এই দুই ব্যাটসম্যানকে আউট করতে পারেনি বাংলাদেশের বোলাররা। তাই ব্লাকউড ৩৪ ও সিলভা ১২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যান। বাংলাদেশের মুস্তাফিজুর ২টি, মিরাজ-তাইজুল-নাইম ১টি করে উইকেট নিয়েছেন।
বাসস/এএমটি/১১৫০/স্বব