ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাজপেয়ীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

677

ঢাকা, ১৬ আগস্ট, ২০১৮ (বাসস) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি এতদঞ্চলের উন্নয়নে অসামান্য অবদানকারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
তিনি বলেন, তার মৃত্যুতে এতদঞ্চলের রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে। এ ক্ষতি অপূরণীয়।
রাষ্ট্রপতি হামিদ বলেন, অটল বিহারী বাজপেয়ী তার উন্নয়ন অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজেপি’র এই প্রবীণ রাজনীতিক আজ বৃহস্পতিবার নয়াদিল্লীর অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে (এআইআইএমএস) মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী কিডনি জটিলতায় ভুগছিলেন এবং তিনি গত ১১ জুন এআইআইএমএস-এ ভর্তি হন।