বাসস দেশ-৫৩ : চট্টগ্রামে করোনার টিকা কার্যক্রম শুরু ৭ ফেব্রুয়ারি

171

বাসস দেশ-৫৩
চট্টগ্রাম-করোনা-টিকা
চট্টগ্রামে করোনার টিকা কার্যক্রম শুরু ৭ ফেব্রুয়ারি
চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রামে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের টিকা গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় টিকা কার্যক্রম শুরু হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে চট্টগ্রাম মহানগরে টিকাদানের জন্য ১৫ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চারটি বুথে ১০০ জনকে টিকা দেয়া হবে। এজন্য হাসপাতালের চতুর্থ তলায় চারটি বুথ প্রস্তুত করা হচ্ছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নগরে টিকাদান কর্মসূচির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরী বাসস’কে জানান, ‘প্রথম দিন টিকা দেয়া হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চারটি বুথে। পরদিন থেকে বাকী ১৪ কেন্দ্রে টিকাদান শুরু হবে। এ লক্ষ্যে পুরো নগরীর জন্য ৬৭ টি ভ্যাকসিনেটর টিম প্রস্তুত করা হচ্ছে। প্রতি টিমে দুই জন করে ভ্যাকসিনেটর থাকবে। আজ ও গতকাল ভ্যাকসিনেটর টিমের জন্য ১৭০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।’
ডা. সেলিম জানান, ‘এছাড়া প্রতিটি টিমের জন্য ৪ জন করে স্বেচ্ছাসেবক থাকবে। আগামী শনিবার এদের প্রশিক্ষণ দেয়া হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছাসেবকের তালিকা দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবকরা টিকা গ্রহণকারীর স্বাস্থ্য সংশ্লিষ্ট অতীত ইতিহাস ও বর্তমান অবস্থা জানবেন এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয় দেখভাল করবেন।’
তিনি আরো জানান, ‘প্রত্যেক টিকা গ্রহণকারীকে আধাঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। কোনো জটিলতা দেখা দিলে মেডিক্যাল টিম তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এ জন্যই চমেক হাসপাতালকেই প্রথম দিনের কেন্দ্র হিসেবে চূড়ান্ত করা হয়েছে।’
ডা. সেলিম আকতার আরো বলেন, ‘শিক্ষা উপমন্ত্রীর পর আমি, চমেক অধ্যক্ষ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন টিকা নেবেন। সাধারণ মানুষের ভয়ভীতি কাটানোর জন্য আমরা প্রথমেই টিকা গ্রহণ করবো।’
নগরীর অপর ১৪ কেন্দ্রের মধ্যে রয়েছে : ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, সিএমএইচ, চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমান বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, সাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বন্দরটিলা মাতৃসদন টিকা কেন্দ্র।
বাসস/জিই/কেএস/২০৩১/-শআ