বাসস দেশ-৪২ : রাঙ্গামাটিতে অস্ত্র মামলায় ২ জনের কারাদন্ড

102

বাসস দেশ-৪২
অস্ত্র-মামলা-কারাদন্ড
রাঙ্গামাটিতে অস্ত্র মামলায় ২ জনের কারাদন্ড
রাঙ্গামাটি, ৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : অবৈধ অস্ত্র রাখার মামলায় জেলায় দুই ব্যাক্তিকে কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ নুরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।
রাঙ্গামাটি জেলা জজ আদালতের পেশকার কামরুল ইসলাম জানান, রায় প্রদানের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। আটজন সাক্ষীর সাক্ষ্য প্রমানে আসামীরা দোষী সাব্যস্ত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামী মো. ছিদ্দিক মিয়া পোদ্দারকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের(সংশোধনী/২০০২) এর ১৯(এ) ধারায় ২০ বছর এবং ১৯(এফ) ধারায় আরো ৭ বছর এবং আসামী মংকাইনু মারমা (৩০)কে অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিগত ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ছিদ্দিক ও মংকাইনুকে হাতে-নাতে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। দন্ডপ্রাপ্ত দুইজনের মধ্যে একজন মাটিরাঙ্গা উপজেলাধীন মুসলিম পাড়ার বাসিন্দা মো. ছিদ্দিক মিয়া পোদ্দার(৫০), অপরজন চন্দ্রঘোনাস্থ নোয়াপাড়ার বাসিন্দা মংকাইনু মারমা(৩০)।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯২৫/কেজিএ