বাসস দেশ-৪০ : কুমিল্লায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা

109

বাসস দেশ-৪০
প্রকল্প-পর্যালোচনা-সভা
কুমিল্লায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা
কুমিলা, ৪ ফেব্রুয়ারি. ২০২১ (বাসস) : জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ জেলা পর্যায়ে আমার বাড়ি আমার খামার প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পর্যালোচনা সভায় লক্ষীপুর ও ফেনী জেলা হতে আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা, উপজেলা কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন- আমার বাড়ি আমার খামার প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মো. আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প উপ-পরিচালক মো. নজির আহমেদ। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শওকত ওসমান।
বাসস/এনডি/সবাদদাতা/১৯১১/কেজিএ