মেহেরপুরে কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক প্রশিক্ষণ

190

মেহেরপুর, ৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : “মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার” এই প্রতিপাদ্যে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত প্রকল্পের আওতায় মেহেরপুরে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা খামার বাড়ির হলরুমে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন পারভিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ।
কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষযয়ে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, সদর কৃষি সম্প্রসারণ অফিসার দীপক কুমার সাহা এবং কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হোসেন। জেলা সদর উপজেলার ৩০ জন নারী পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে।