বাসস দেশ-১৭ : নোয়াখালীর হাতিয়ায় পণ্যবাহী ট্রলার ডুবি

94

বাসস দেশ-১৭
ট্রলা- ডুবি
নোয়াখালীর হাতিয়ায় পণ্যবাহী ট্রলার ডুবি
নোয়াখালী, ৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলার হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিংচর সংলগ্ন মেঘনা নদীতে পণ্যবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নিমজ্জিত ট্রলারের মাঝিসহ ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ টন চাল নিয়ে “আল্লাহর দান” নামে একটি ট্রলার তমরুদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা হয়। ট্রলারটি ক্যারিংচর এলাকায় মেঘনা নদীর প্রবল ¯্রােতে ডুবে যায়। ট্রলারটিতে মাঝি-মাল্লা ছাড়া কোন যাত্রী ছিল না। নদীতে থাকা একটি ট্রলার এসে মাঝি মাল্লাদের উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ডুবে যাওয়া ট্রলারের মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ট্রলারে থাকা মাঝি-মাল্লাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬১২/কেজিএ