বাসস দেশ-১৩ : নড়াইলে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

96

বাসস দেশ-১৩
ক্যান্সার-দিবস
নড়াইলে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
নড়াইল, ৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) :‘আমি আছি আমি থাকব,ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’-এ প্রতিপাদ্য নিয়ে সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলায় পালিত হল বিশ্ব ক্যান্সার দিবস।
বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা ঘোষ, ডা. সুব্রত হালদার, সিভিল সার্জন অফিসের সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ম্যোল্যা ফোরকান আলী, কর্মকর্তা মো. ইউনুচ প্রমুখ।এসময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তা,স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫৫৫/কেজিএ