আবারো ইনজুরিতে হ্যাজার্ড

470

মাদ্রিদ, ৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : উরুর ইনজুরিতে আবারো ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান অধিনায়ক এডেন হ্যাজার্ড। নতুন এই ইনজুরিতে প্রায় মাস খানেক এ তারকা মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হবে বলে মাদ্রিদ সূত্র নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে মাদ্রিদ জানিয়েছে হ্যাজার্ড তার বাম উরৃতে আঘাত পেয়েছেন। তার ইনজুরি নিয়ে পর্যবেক্ষন করা হচ্ছে। স্প্যানিশ গণমাধ্যমের দাবী বুধবার অনুশীলনে আঘাত পেয়েছেন হ্যাজার্ড। ধারনা করা হচ্ছে আগামী চার সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।
এ কারনে আগামী ২৪ ফেব্রুয়ারি আটালান্টার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচে তিনি খেলতে পারছেন না। এর আগে স্প্যানিশ লিগে মাদ্রিদের চারটি ম্যাচ রয়েছে।
গত মৌসুমে চেলসি থেকে মাদ্রিদে যোগ দেবার পর থেকেই ইনজুরির সাথে লড়াই করে চলেছেন হ্যাজার্ড। একইসাথে সম্প্রতি কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তিনি বেশ কিছু দিন আইসোলেশনে ছিলেন। এবারের মৌসুম ৩০ বছর বয়সী এই বেলজিয়ান মাদ্রিদের হয়ে ১৩ ম্যাচে তিন গোল করেছেন।