বাসস ক্রীড়া-৬ : নাপোলি-আটালান্টা গোল শুন্য ড্র

100

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইতালিয়ান কাপ
নাপোলি-আটালান্টা গোল শুন্য ড্র
মিলান, ৪ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : বর্তমান চ্যাম্পিয়ন নাপেলি ও আটালান্টার মধ্যকার ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি গোল শুন্য ড্র হয়েছে। আগামী সপ্তাহে বারগামোতে দুই দল ফাইনালের টিকিট নিশ্চিতের পথে আবারো মুখোমুখি হবে।
নাপোলি গোলরক্ষক ডেভিড ওসপিনা ছিলেন কালকের ম্যাচের মূল নায়ক। দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামের ম্যাচটিতে স্বাগতিকদের তিনি বেশ কয়েকবার রক্ষা করেছেন।
গিয়ান পিয়েরো গাসপেরিনির আটালান্টা এ নিয়ে ইতিহাসে দ্বিতীয় ও ১৯৬৩ সালের ইতালিয়ান কাপের পর প্রথম বড় কোন শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল। ম্যাচ শেষে গাসপেরিনি বলেছেন, ‘শক্তিশালী একটি দলের বিপক্ষে সেরা সুযোগগুলো আমরাই তৈরী করেছিলাম। বড় কোন সমস্যা ছাড়াই আমরা ভাল খেলেছি।’
লোরেঞ্জো ইনসিগনে স্বাগতিকদের হয়ে ম্যাচের শুরুতে বেশ কয়েকটি ভাল সুযোগ হাতছাড়া করেছেন। তার বেশ কয়েকটি আক্রমন আটালান্টা গোলরক্ষক পিয়ারলুইগি গোলিনিকে আটকাতে হিমশিম খেতে হয়েছে। কিন্তু আক্রমনভাগের মূল ভরসা কলম্বিয়ান জুটি লুইস মুরিয়েল ও ডুভান জাপাটা নাপোলির জন্য এক সময়ে হুমকি হয়ে উঠেছিলেন। কলম্বিয়াস সতীর্থ মুরিয়েলকে দু’বার হতাশ করেন ওসপিনা। প্রথমার্ধে মাত্তেও পেসিনাও খুব কাছে থেকে আটালান্টাকে এগিয়ে দিতে পারেননি।
বিরতির পর মুরিয়েল আবারো ওসপিনাকে পরীক্ষায় ফেলেছিলেন। এ সময় কিছুটা আঘাত পেয়ে ওসপিনাকে হাঁটুর চিকিৎসা নিতে হয়েছে। ৬৭ মিনিটে নাপোলির মিডফিল্ডার দিয়েগো ডেম্মে মুখে বলের আঘাত পেয়ে স্ট্রেচারের সহায়তায় মাঠ ত্যাগ করেন। মিনিট খানেক পরেই পেশীতে টান পড়ায় অধিনায়ক ইনসিগনেকেও মাঠ ছাড়তে হয়।
ম্যাচ শেষের আট মিনিট আগে হার্ভিং লোজানোর স্থানে নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেহকে মাঠে নামিয়েও সফল হতে পারেননি নাপোলি কোচ জেনারো গাত্তুসো। আগামী ১০ ফেব্রুয়ারি ফাইনালে টিকিট নিশ্চিতে ছয়বারের চ্যাম্পিয়ন নাপোলিকে সব কিছু পিছনে ফেলে সেরাটাই দিতে হবে।
বাসস/নীহা/১৫১১/স্বব