বাসস দেশ-৫ : জয়পুরহাটে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

105

বাসস দেশ-৫
বৈঠক-জয়পুরহাট
জয়পুরহাটে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত
জয়পুরহাট, ৪ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায় সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা ও অর্জনসমূহ তুলে ধরতে প্রত্যন্ত অঞ্চলে উন্মুক্ত বৈঠক করছে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার করা হচ্ছে। এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায় মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে উন্মুক্ত বৈঠক করছে জেলা তথ্য অফিস। এর ধারাবাহিকতায় আজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় অনুষ্ঠিত উন্মুক্ত বৈঠকে সরকারের উন্নয়ন কার্মকান্ড তুলে ধরেন জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন। বৈঠকে সোনামূখী ইউনিয়নের সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ড সদস্য মালেকা পারভীন রানু বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এলাকার নারী পুরুষ ওই উন্মুক্ত বৈঠকে যোগদান করেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৪৩/নূসী