বাসস দেশ-৪৬ : সিলেট বিভাগে করোনায় আক্রান্ত সংখ্যা কমছে, বাড়ছে সুস্থতা

167

বাসস দেশ-৪৬
সিলেট-করোনা পরিস্থিতি
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত সংখ্যা কমছে, বাড়ছে সুস্থতা
সিলেট, ৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : সিলেট বিভাগে গত এক সপ্তাহ যাবত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। একই সঙ্গে দ্রুত বাড়ছে করোনা থেকে সুস্থতার সংখ্যা। গত এক সপ্তাহে এ ভাইরাসে সিলেট বিভাগের মধ্যে কারো মৃত্যু হয়নি।
গত দুই দিন করোনায় নতুন করে সুস্থ হয়েছেন ১২ জন, আক্রান্ত হয়েছেন মাত্র ৩ জন, এ সময়ে এ ভাইরাসে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য মতে আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হওয়া ১২ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা।সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬১ জন। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ২৩৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৬০৭ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৮২৪ জন সুস্থ হয়েছেন।
এ দিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৭৪, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩, হবিগঞ্জে ১ হাজার ৯৮৩ এবং মৌলভীবাজারে ১ হাজার ৯২৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৭৫ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২১১ সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ১ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোট ৩৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩২,সুনামগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ২১৩ জন,এর মধ্যে সিলেট জেলায় ১৩৮ জন, হবিগঞ্জে ৪ জন ও মৌলভীবাজার জেলার ৭১ জন রয়েছেন। এ সময়ে সুনামগঞ্জ ও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় নতুন করে কেউ হোম কোয়ারান্টাইনে যাননি। সব মিলিয়ে করোনা পরিস্থিতি সিলেট বিভাগের চার জেলায় সার্বিকভাবে আগের তুলনায় এখন অনেকটা উন্নতি হয়েছে। বিভাগের ৪ জেলার মধ্যে সিলেট জেলা ছাড়া অন্য তিন সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় করোনা সংক্রামনের সংখ্যা স্বাস্থ্য বিভাগের প্রতিদিনের করোনা রিপোর্ট অনুযায়ি একেবারে কমে এসেছে, যার ফলে এসকল এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মানুষের দৈনন্দিন চলাফেরা, কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য অনেকটা স্বাভাবিক হয়ে আসছে।
বাসস/সংবাদদাতা/২০১০/-স্বব