বাসস দেশ-৪৫ : বিএসটিআই’র অভিযানে অবৈধ মশার কয়েল প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

274

বাসস দেশ-৪৫
মশার-কয়েল-জরিমানা
বিএসটিআই’র অভিযানে অবৈধ মশার কয়েল প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বিএসটিআই’র অভিযানে অবৈধ মশার কয়েল প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা’র নেতৃত্বে ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগরীরর চাঁদ উদ্যান হাউজিং এলাকায় এই মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
অভিযানে লামিয়া সুপার মশার কয়েল, চাঁদ উদ্যান হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক উৎপাদিত মশার কয়েল পণ্যের (ব্রান্ড: লামিয়া সুপার, লামিয়া তুলসীপাতা, লামিয়া গোল্ড, লামিয়া জাম্বো, লামিয়া এমিয়া কিং) পণ্যের অনুকূলে বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে মশার কয়েল পণ্যের মোড়কে অবৈধভাবে মশার কয়েল পণ্যের মোড়কে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় আদালত ১ লাখ টাকা জরিমানা করে। এছাড়াও আনুমানিক ২ লাখ টাকা মূল্যের এক ট্রাক মালামাল জব্দ করা হয়।
বাসস/সবি/এমএসএইচ/২০০০/-কেএটি