বাসস দেশ-৪০ : ৫,০৭৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিকে অবসরকালীন ভাতা প্রদান

147

বাসস দেশ-৪০
কল্যাণ-চেক-হস্তান্তর
৫,০৭৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিকে অবসরকালীন ভাতা প্রদান
ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস): করোনাভাইরাসের সময়ে গত ৪ মাসে ৫ হাজার ৭৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারিকে ইফটির মাধ্যমে ২২৪ কোটি ৭৪ লক্ষ ১৮ হাজার ৫৯১ টাকা কল্যাণ ভাতা সুবিধা দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাস্ট। এসব অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ একাউন্টে এই টাকা প্রদান করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি- কল্যাণ সুবিধা দ্রুত নিষ্পত্তি’ স্লোগানকে সামনে রেখে এইসব শিক্ষকদের সর্বোচ্চ সেবা দিতে গত ৪ মাসে (অক্টোবর- ২০২০ হতে জানুয়ারি- ২০২১) এই টাকা দেয়া হয়।
কল্যাণ ট্রাস্ট বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লাখেরও বেশি শিক্ষক কর্মচারিদের অবসরকালীন সেবাদানকারী একটি প্রতিষ্ঠান।
বাসস/সবি/এসএস/১৯৩৫/-এএএ