বাসস দেশ-৩৫ : ঝালকাঠিতে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার

116

বাসস দেশ-৩৫
নিরাপদ অভিবাসন- সেমিনার
ঝালকাঠিতে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার
ঝালকাঠি, ৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে অয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালে জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন আহেম্মদ এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার আল মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৮৪৮/এমকে