বোকা জুনিয়র্সে যোগ দিলেন ইউনাইটেড ডিফেন্ডার রোহো

326

লন্ডন, ৩ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার মার্কোস রোহো। যদিও চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছুই জানা যায়নি।
৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডার ২০১৪ সালের আগস্টে স্পোর্টিং লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে যোগ দিয়েছিলেন। কিন্তু ২০১৯ সালের নভেম্বর থেকে রেডসের হয়ে মাঠে নামেননি।
২০১৮ সালের মার্চে রোহো তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেন। এর সাথে আরো এক বছর অতিরিক্ত চুক্তির শর্ত ছিল। কিন্তু সেই শর্ত আর কার্যকর হয়নি। গত মৌসুমের দ্বিতীয় অর্ধে রোহো ধারে তার প্রথম ক্লাব এস্তাডিয়ানটেসে খেলেছেন।