বাসস দেশ-১৩ : সৈয়দপুরে ভিজিডির সুবিধায় এসেছে ২ হাজার ৬৯৪ দুস্থ মহিলা

113

বাসস দেশ-১৩
ভিজিডির সুবিধা
সৈয়দপুরে ভিজিডির সুবিধায় এসেছে ২ হাজার ৬৯৪ দুস্থ মহিলা
নীলফামারী, ৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলার সৈয়দপুর উপজেলায় চলতি বছর ভিজিডির সুবিধা এসেছে দুই হাজার ৬৯৪ দুস্থ মহিলা। তাদের মাঝে কার্ড ও চাল বিতরণ শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছর উপজেলার পাঁচটি ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভিজিডির আওতায় এসেছে দুই হাজার ৬৯৪ দুস্থ মহিলা। তারা আগামী দুই বছর (২০২২ সাল পর্যন্ত) প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন। এর মধ্যে কামারপুকুর ইউনিয়নে ৫২৫ জন, কাশিরাম বেলপুকুরে ৬০৫ জন, বাঙ্গালীপুরে ৩৯৩ জন, বোতলাগাড়ীতে ৭১৬ জন এবং খাতামধুপুরে ৪৫৫ জন রয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহ্জাদী জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে উপকারভোগীরা ওই সুবিধা পাবেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে ওই কার্ড ও চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৫০/নূসী