নাটোরে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা

247

নাটোর, ৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : নাটোর পৌরসভা এলাকার দুইটি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় প্রতিযোগিতা শেষে নাটোর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার মোঃ খালিদ হাসান। জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন ও নাটোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধিতা এখন আর সমস্যা নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে বর্তমান সরকার সূবর্ণ কার্ড প্রবর্তন করেছে। এ কার্ডধারী ব্যক্তিরা শিক্ষা ও বৃত্তি এবং চাকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন। তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূিচর আওতায় আনা হয়েছে এবং চিকিৎসা সুবিধাও পাচ্ছেন।ক্রীড়া প্রতিযোগিতায় নাটোর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং নাটোর প্রতিবন্ধী বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের চলতি ২০২০-২০২১ আর্থিক বছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নাটোর জেলা ক্রীড়া অফিস অনুর্ধ্ব-১৬ অটিস্টিক বালক ও বালিকাদের জন্যে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।