বাসস দেশ-৮ : দেশের কোথাও কোথাও শৈত্য প্রবাহ কমতে পারে

116

বাসস দেশ-৮
আবহাওয়া-পূর্বাভাস
দেশের কোথাও কোথাও শৈত্য প্রবাহ কমতে পারে
ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : রাজশাহী ও রংপুর বিভাগসহ যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, গোপালগঞ্জ, সীতাকুন্ড ও শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
কিছু কিছু এলাকায় তা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনি¤œ তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আগামী তিনদিনে দেশের সব জায়গায় তাপমাত্রা বাড়তে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে এবং আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে।
বাসস/সবি/এসএস/১৩১০/-আসাচৌ