জয়পুরহাটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হটলাইন সেবায় বেঁচে গেলেন মা ও নবজাতক

313

জয়পুরহাট, ৩ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস)ঃ প্রসব যন্ত্রণায় যখন ছটফট করছিলেন গর্ভবতী তানিয়া তখন পরিবারের সকলেই অসহায় হয়ে পড়েন। এমন কষ্ট দেখে প্রতিবেশীর দেওয়া তথ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হটলাইনে কল করেন প্রসূতির মা। এতে পাওয়া তাৎক্ষণিক সেবায় সিজারের মাধ্যমে জন্ম দেন ফুটফুটে একটি ছেলে সন্তান। মা ও সন্তান বেঁচে যাওয়ায় খুশি ছড়িয়ে পড়ে পুরো পরিবারে। সোমবার রাতে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ছেলে সন্তান প্রসব করেন তানিয়া নামে ওই গর্ভবতী নারী। তার বাড়ি জেলার আক্কেলপুর উপজেলার চাপাডাল গ্রামে।
প্রসূতির মা মরিয়ম বেগম জানান, সংসারে অভাবের কারণে হাসপাতাল বা ক্লিনিকে যেতে না পেরে বাড়িতেই প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন তানিয়া। চোখের সামনে মেয়ের প্রসব যন্ত্রণা দেখে অসহায় হয়ে পড়েন মা সহ পরিবারের অন্য সদস্যরা। এ অবস্থায় প্রবিবেশীদের কাছ থেকে পাওয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ২৪ ঘন্টার হটলাইনে (০১৩১৩৩৫৪৪৮১) কল করেন মা মরিয়ম বেগম। ফোন পেয়ে বাড়িতে তাৎক্ষণিক ভাবে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। সোমবার রাতেই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নেয়া হয় গর্ভবতী তানিয়াকে। সেখানে সিজারের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন তানিয়া। তাৎক্ষণিকভাবে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিনামূল্যে এ সেবা পেয়ে মা ও নবজাতক বেঁচে যাওয়ায় খুশি তানিয়ার পুরো পরিবার। সরকারের ডিজিটাল সেবা এখন প্রত্যন্ত অঞ্চলের প্রসূতি মা ও শিশুর জীবন রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে বলে জানান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: কে এম জোবায়ের গালীব। প্রসূতি মা’দের সেবায় চালু করা ২৪ ঘন্টার হটলাইনে কল পেয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তানিয়া নামে ওই গর্ভবতী মাকে তাৎক্ষণিক মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনা হয়। সেখানে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ( গাইনী) ডা: সওদাগর শাহানা পারভীনের তত্ববধানে সিজারের মাধ্যমে ছেলে সন্তান জন্ম দেন ওই নারী। মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে সকল প্রসূতি বা গর্ভবতী মা জরুরী প্রয়োজনে ২৪ ঘন্টা এখন হটলাইনে চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারছেন বলে জানান ডা: সওদাগর শাহানা পারভীন। জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একজন এ্যানেসথেশিয়া চিকিৎসক পোষ্টিং দেওয়া হলে গর্ভবতী মা’দের জরুরী চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি।