বাসস দেশ-৪৫ : বেরোবি’র শিক্ষকদের চতুর্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সেরা অংশগ্রহনকারী শরীফা আক্তার নিপা

243

বাসস দেশ-৪৫
বেগম রোকেয়া-প্রশিক্ষণ
বেরোবি’র শিক্ষকদের চতুর্থ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সেরা অংশগ্রহনকারী শরীফা আক্তার নিপা
ঢাকা,২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নবনিযুক্ত শিক্ষকদের চতুর্থ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে ‘বেষ্ট পার্টিসিপেন্ট অব দি ভার্র্চয়াল কোয়ার্টার অ্যাওয়ার্ড গিভিং সেরেমনী’ পুরস্কার পেয়েছেন প্রভাষক শরীফা আক্তার নিপা ।
আজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নগর সম্পাদক মধুসূদন মন্ডল।
এতে,সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, সৈয়দপুর এর ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো.মামুনূর রশীদ এবং কোর্স সমন্বয়ক ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে বেরোবি সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানা ও সুমাইয়া তাহসিন হামিদা,জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক লুবনা আক্তার, ত্বহা হুসাইন ও মো. জহির উদ্দিনপ্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/২০৪৮/আরজি