বাসস-দেশ-৪০ : নড়াইলে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর’ এর উদ্বোধন

141

বাসস-দেশ-৪০
নড়াইল- বঙ্গবন্ধু চত্বর
নড়াইলে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর’ এর উদ্বোধন
নড়াইল, ২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর’-এর উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসাবে এ চত্বরের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
প্রায় পঞ্চাশলাখ টাকা ব্যয়ে নির্মিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ চেতনা চত্বর’-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস টেরাকোটার চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩০/এমকে