বাসস দেশ-২৭ : ২০ শিক্ষার্থীকে ৮০-৯০ শতাংশ স্কলারশিপ দিবে ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি

112

বাসস দেশ-২৭
ইউজিসি-লাভলি
২০ শিক্ষার্থীকে ৮০-৯০ শতাংশ স্কলারশিপ দিবে ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি
ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে ২০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রাজুয়েট, মাস্টার্স ও পিএইচডি প্রোগামে ৮০ থেকে ৯০ শতাংশ স্কলারশিপ প্রদান করা হবে।
আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সঙ্গে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির এক প্রতিনিধিদল সাক্ষাৎকালে এ ঘোষনা দেয়।
এতে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের উপ-পরিচালক নিতীশ মহাজন।
এসময় ইউজিসির ইন্টারন্যাশনাল কো-অপারেশন ও কোলাবরেশন শাখার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া এবং উপ-পরিচালক সুরাইয়া ফারহানা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও এলপিইউ’র মধ্যে শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট ও পিএচডি প্রোগাম চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে ৮শ’র বেশি বাংলাদেশি শিক্ষার্থী প্রকৌশলসহ বিভিন্ন প্রোগামে পড়াশোনা করছে।
বাসস/সবি/এসএস/১৮১৮/এএএ