বাসস ক্রীড়া-৭ : একটি টেস্টও জিতবে না ইংল্যান্ড : গম্ভীর

130

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-গম্ভীর
একটি টেস্টও জিতবে না ইংল্যান্ড : গম্ভীর
নয়া দিল্লি, ২ ফেব্রুয়ারি ২০২১ (বাসস) : ভারতের বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড একটিতেও জিতবে না বলে মনে করছেন ভারতীয় সাবেক ওপেনার গৌতম গম্ভীর। ভারতের বর্তমান ফর্মের কারনে ইংল্যান্ডের টেস্ট জয়ের কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি। আবার গোলাপি বলের টেস্টে ইংল্যান্ডের সাফল্যের সুযোগ থাকছে মনে করছেন গম্ভীর।
স্টার স্পোর্টসের অনুষ্ঠানে ভারত-ইংল্যান্ডের মধ্যকার আসন্ন চার ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে কথা বলেন গম্ভীর। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় যেই ফর্ম দেখিয়েছে ভারত, তা ছিলো অসাধারন। নিয়মিত অধিনায়ক ও দলের সেরা ব্যাটসম্যান কোহলিকে ছাড়া টেস্ট সিরিজ জয়, দুর্দান্ত সাফল্য। তাই ভারতের স্পিন ট্রাকে ইংল্যান্ডের একটি টেস্ট জয়ের সম্ভাবনা দেখছি না আমি। সিরিজটি ৩-০ বা ৩-১ ব্যবধানে জিতবে ভারত।’
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। এর মধ্যে সিরিজের তৃতীয় টেস্টটি দিবা-রাত্রির। এই একটি টেস্টেই ইংল্যান্ডের সাফল্যের ভালো সম্ভাবনা দেখছেন গম্ভীর।
তিনি বলেন, ‘একটি টেস্টে ইংল্যান্ডের জয়ের বা ড্র’র সম্ভাবনা রয়েছে। সেটি গোলাপি বলের টেস্টে। কারন ভারতের চেয়ে ইংল্যান্ডের গোলাপি বলে খেলার অভিজ্ঞতা বেশি। তারপরও ঐ টেস্টটিতে ৫০-৫০ লড়াই হবে। নিজেদের কন্ডিশনের সুবিধায় প্রতিপক্ষকে ছাড় দিবে না ভারতও।’
সদ্যই শ্রীলংকার মাটিতে দাপট দেখিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। সিরিজ জয়ে আত্মবিশ্বাসী থাকলেও, সেটি ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হবে জানান গম্ভীর, ‘শ্রীলংকার মাটিতে সিরিজ জিতেছে ইংল্যান্ড। তবে ভারতের মাটিতে ইংল্যান্ডের জন্য সিরিজটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি চ্যালেঞ্জ। শ্রীলংকায় ভালো খেলেই সিরিজ জিতেছে তারা। কিন্তু ভারতের মাটিতে ভিন্ন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য।’
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছিলেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ঐ টেস্টটি হেরেছিলো ভারত। তবে পরের তিন টেস্টে আজিঙ্কা রাহানের নেতৃত্বে দু’জয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টানা দ্বিতীয়বারের মত সিরিজ জিতে ভারত।
অতীতে কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেও, এবার প্রশংসাই করলেন গম্ভীর। তিনি বলেন, ‘টি-টুয়েন্টিতে কোহলির নেতৃত্ব নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। কিন্তু টেস্ট ও ওয়ানডেতে কোহলির নেতৃত্ব নিয়ে কোনও সংশয় নেই আমার। কোহলির নেতৃত্বে খুবই ভাল খেলছে ভারত। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। আমি নিশ্চিত, ভবিষ্যতেও কোহলির নেতৃত্বে আরও অনেক দূর এগিয়ে যাবে ভারত।’
বাসস/এএমটি/১৫৫০/স্বব