বাসস ক্রীড়া-৬ : কাতার বিশ্বকাপে দর্শকপূর্ণ স্টেডিয়ামের আশা করছেন ইনফান্তিনো

116

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বিশ^কাপ
কাতার বিশ্বকাপে দর্শকপূর্ণ স্টেডিয়ামের আশা করছেন ইনফান্তিনো
জুরিখ, ২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : কাতার বিশ্বকাপের ম্যাচগুলো দর্শকপূর্ণ স্টেডিয়ামেই আয়োজিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ^ ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো।
জেনেভায় আয়োজিত এক ভার্চুয়াল সভায় ইনফান্তিনো বলেন, ‘আমি সত্যিই দারুন আত্মবিশ^াসী। আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা বিশ্বকে আবার এক সুতোয় গাঁথতে পারব। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারব। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে। ’
বিশ^জুড়ে করোনা মহামারীরর কারনে দীর্ঘদিন যাবত সবকিছু স্থবির হয়ে পড়লেও ধীরে ধীরে নতুন স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে নিতে শুরু করেছে মানুষ। যদিও প্রতিদিনই এই ভাইসারের সাথে সকলকে লড়াই করতে হচ্ছে। বিশ^জুড়ে ক্রীড়াঙ্গনেও চলছে অনেকটাই থমথমে পরিবেশ। স্টেডিয়ামগুলোতে দর্শকশুন্য পরিবেশে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ইনফান্তিনোর বিশ্বাস অচিরেই এই পরিস্থিতি কাটিয়ে বিশ্ব স্বাভাবিক জীবনে ফিরবে।
২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে বিশ^কাপ ফুটবল।
বাসস/নীহা/১৫৪৫/স্বব