বাসস ক্রীড়া-৪ : জুভেন্টাস থেকে সামি খেদিরাকে দলে নিয়েছে হার্থা বার্লিন

108

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ট্রান্সফার
জুভেন্টাস থেকে সামি খেদিরাকে দলে নিয়েছে হার্থা বার্লিন
মিউনিখ, ২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বুন্দেসলিগায় রেলিগেশন খরা থেকে নিজেদের রক্ষা করার তাগিদে জুভেন্টাস থেকে অভিজ্ঞ জার্মান মিডফিল্ডার সামি খেদিরাকে দলে ভিড়িয়েছে হার্থা বার্লিন।
বুন্দেসলিগায় বর্তমানে ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে হার্থা। জার্মান বিশ^কাপ জয়ী এই সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে চুক্তির বিস্তারিত অবশ্য প্রকাশ করেনি বুন্দেসলিগায় ধুকতে থাকা ক্লাবটি।
২০০৪ সালে ভিএফবি স্টুটগার্টের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন খেদিরা। ২০১৫ সালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দেবার আগে পাঁচ বছর খেলেছেন রিয়াল মাদ্রিদে।
এক বিবৃতিতে খেদিরা বলেছেন, ‘শারিরীক ভাবে আমি দারুন ফিট অনুভব করছি। নিজের অভিজ্ঞতা দিয়ে বুন্দেসলিগায় হার্থাকে সাফল্য এনে দেবার শতভাগ চেষ্টা আমি করবো।’
গত সপ্তাহে দলীয় কোচ ব্রুনো লাবাডিয়াকে বরখাস্ত করে তার স্থানে পল ডারডাইকে নিয়োগ দিয়েছে হার্থা। শেষ ৯টি লিগ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়েছে দলটি যার মধ্যে রয়েছে টানা তিনটি পরাজয়।
গত কয়েক বছরে ক্লাব মালিক লারস উইন্ডহর্স্ট দলবদলের বাজারে প্রায় ২০০ মিলিয়ন ইউরো ব্যয় করেছে।
বাসস/নীহা/১৫৩৫০/স্বব