রাজধানীতে ট্রেনে কাটা পড়ে রেল-কর্মচারী নিহত

289

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : রাজধানীর খিলক্ষেত থানার বনরূপা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।
নিহতের নাম মো. আমিন বেপারী (৩৫)। তিনি ঢাকা রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলক্ষেত বনরূপা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির (এএসআই) মহিউদ্দিন আজ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত থানার দি মেরিডিয়ান হোটেলের পূর্ব পাশে বনরূপা রেলগেট এলাকায় রেললাইনে পাথর মেরামতের কাজ করছিলেন আমিন বেপারী। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আমিন বেপারী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে বিমানবন্দর জিআরপি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এএসআই মহিউদ্দিন আরও জানান, নিহত আমিন বেপারী ঢাকা রেলওয়ে কলোনী ১০/বি, শাহজাহানপুরে থাকতেন। তার পিতার নাম সৈয়দ আলী বেপারী। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচড়ে।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।