বাসস দেশ-৪৫ : যুক্তরাজ্য থেকে সিলেটে আসা আরও ২০৭ প্রবাসী ৭ দিনের কোয়ারেন্টিনে

183

বাসস দেশ-৪৫
সিলেট-প্রবাসী-কোয়ারেন্টিন
যুক্তরাজ্য থেকে সিলেটে আসা আরও ২০৭ প্রবাসী ৭ দিনের কোয়ারেন্টিনে
সিলেট, ১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : বর্তমান করোনা পরিস্থিতিতে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা আরও ২০৭ প্রবাসীকে বাধ্যতামুলক ৭ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২০২) ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি মোট ২৪৩ জন যাত্রী নিয়ে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ২০৭ জন যাত্রী সিলেটে নামেন, আর বাকি ৩৬ জন যাত্রীকে নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। তিনি জানান, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে সিলেটে আসা ২০৭ জন যাত্রীকে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কড়া নিরাপত্তায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৭ দিনের বাধ্যতামুলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সিলেটের জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্ধারিত ৯টি হোটেলে নিয়ে যাওয়া হয়। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা এসকল হোটেলেই অবস্থান করবেন। প্রবাসীদের কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত এসকল হোটেলগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১০০/এএএ