বাসস দেশ-৩৪ : হবিগঞ্জে পরিশোধন ছাড়া বর্জ্য অপসারনের দায়ে একলাখ টাকা জরিমানা

146

বাসস দেশ-৩৪
বর্জ্য অপসারন- জরিমানা
হবিগঞ্জে পরিশোধন ছাড়া বর্জ্য অপসারনের দায়ে একলাখ টাকা জরিমানা
হবিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ মাধবপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলার মধ্যবর্তী এলাকায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য পরিশোধন ছাড়াই অপসারনের দায়ে স্কয়ার ডেনিম’কে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।
এ সময় সিলেটে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লা আল বাবুল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুযায়ী স্কয়ার ডেনিমকে একলাখ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও এ বিষয়টি সমাধানে আশু ব্যবস্থা নেওয়ার জন্য ওই প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিয়ে মুচলেকা গ্রহণ করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩৮/এমকে