বাসস দেশ-২১ : জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ায় পলকের আহবান

128

বাসস দেশ-২১
পলক-ভাতা-প্রদান
জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ায় পলকের আহবান
নাটোর, ১৬ আগস্ট, ২০১৮ (বাসস) : জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ সিংড়া পৌরসভা মিলনায়তনে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ আহবান জানান।
বর্তমান সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবং সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
এরই ধারাবাহিকতায় দেশের তিন কোটি দরিদ্র মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এসেছে। ৪৩ শতাংশ থেকে দারিদ্র্যতার হার ২২ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নস্যাৎ করতে একটি গোষ্ঠি নানাভাবে অপপ্রচার ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এ সময় তিনি আগামী দিনে সকল অপপ্রচারকে প্রতিহত করার আহবান জানান তিনি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র মো.জান্নাতুল ফেরদৌস ও উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান।
বাসস/সংবাদদাতা/এসএস/১৮৫৫/-জেজেড