বাসস ক্রীড়া-৯ : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বৃটেনের ‘লকডাউন হিরো’ অধিনায়ক টম

141

বাসস ক্রীড়া-৯
ফুটবল-করোনা-বৃটেন- লকডাউন হিরো
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বৃটেনের ‘লকডাউন হিরো’ অধিনায়ক টম
লন্ডন, ১ ফেব্রুয়ারি ২০২১ (বাসস/এএফপি): করোনা আক্রান্ত হয়ে রোববার হাসপাতালে ভর্তি হয়েছেন বৃটেনের ‘লকডাউন হিরো’ সাবেক ফুটবল অধিনায়ক শতবর্ষী টম মুর। বিশ^ব্যাপী করোনা সংক্রমনের শুরুতে লক ডাউনের সময় নিজ বাস গৃহ সংলগ্ন বাগানের চতুর্দিকে পায়ে হেঁটে তহবিল গঠনের মাধ্যমে বিশ^বাসীর নজর কেড়েছিলেন ১০০ বছর বয়সি সাবেক এই ফুটবল অধিনায়ক। তার পরিবার সোমবার হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে।
করোনায় আক্রান্তদের সহায়তায় কয়েক মিলিয়ন পাউন্ড তৎবিল গঠন করা শতবর্ষী মুরকে নিয়ে পরিবেশিত ‘ ইউ নেভার ওয়াক এলোন’ গানটি যুক্তরাজ্য মিউজিক চার্টের শীর্ষস্থানে উঠে এসেছিল।
মুরের কন্যা হান্নাহ ইনগ্রাম মুর টুইট বার্তায় লিখেছেন,‘ কয়েক সপ্তাহ ধরে তিনি (মুর) নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছিলেন। গত সপ্তাহে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। শ^াসকস্টে ভোগার আগমুহুর্ত পর্যন্ত তিনি আমাদের সঙ্গে বাড়িতেই অবস্থান করছিলেন। তাকে অবশ্য আইসিইউতে ভর্তি করানো হয়নি। সাধারণ ওয়ার্ডেই চিকিৎসা চলছে।’ মধ্য ইংল্যান্ডের বেডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে মুরকে।
বাসস/এএফপি/এমএইচসি/১৮১৩/স্বব