গোপালগঞ্জে নাটক ‘এক তর্জনীর নির্দেশ’ মঞ্চস্থ

441

গোপালগঞ্জ, ১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে মঞ্চস্থ হয়ে গেলো এক তর্জনীর নির্দেশ”। রোববার রাতে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমি এ নাটকের আয়োজন করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের একটি নির্দিষ্ট সময়কে নিয়ে এ নাটক “এক তর্জনীর নির্দেশ”। সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মঈন আহম্মেদের লেখা এ নাটকটির নির্দেশনায় ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের প্রতিষ্ঠাতা হাবিব তারাশী। গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এহিয়া খালেদ সাদি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মেহবুব আলম নাহিদ, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ নাটকটি উপভোগ করেন।