নওগাঁয় ১১ হাজার ১৬ টন রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

524

নওগাঁ, ১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : জেলায় ১ হাজার ৩৬০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। উল্লেখিত পরিমাণ জমি থেকে ১১ হাজার ১৬ টন রসুন পাওয়ার প্রত্যাশা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুল ওয়দুদ জানিয়েছেন, চলতি রবি মৌসুমে উল্লেখিত পরিমাণ রসুন চাষের জন্য কৃষকরা তাদের জমি প্রস্তুত করছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, জেলার ১১টি উপজেলায় উপজেলাভিত্তিক রসুন চাষের লক্ষ্যমাত্রা হচ্ছে- নওগাঁ সদর উপজেলায় ১৩০ হেক্টর, রানীনগর উপজেলায় ৫০ হেক্টর, আত্রাই উপজেলায় ৫০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৭০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৮০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২০৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৪০ হেক্টর, পোরশা উপজেলায় ৩০ হেক্টর, মান্দা উপজেলায় ৩২০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১৩৫ হেক্টর জমিতে।