বাসস বিদেশ-৮ : ফের খুলে দেয়া হচ্ছে ডাচ নার্সারি ও প্রাথমিক বিদ্যালয়

164

বাসস বিদেশ-৮
নেদারল্যান্ডস-শিক্ষা- চালু
ফের খুলে দেয়া হচ্ছে ডাচ নার্সারি ও প্রাথমিক বিদ্যালয়
দি হেগ, ১ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস ডেস্ক) : ডাচ নার্সারি ও প্রাথমিক বিদ্যালয় আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ফের খুলে দেয়া হচ্ছে। কোভিড-১৯ রোগে আক্রান্তের নতুন ধরণ নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। রোববার সরকার এমন কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ১ কোটি ৭২ লাখ জনসংখ্যার দেশ নেদারল্যান্ডে করোনাভাইরাসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর দেশটির স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়। দেশটিতে এ পর্যন্ত প্রায় ১৪ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
শিক্ষামন্ত্রী অ্যারি স্লোভ বলেন, ‘মন্ত্রিপরিষদ আজ বিকেলে সিদ্ধান্ত নিয়েছে তারা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শিশুদের ডেকেয়ার ও প্রাথমিক বিদ্যালয়ে ফিরে যাওয়ার প্রতি সমর্থন জানাবে।’
দি হেগে মন্ত্রিপরিষদের বৈঠকের পর স্লোভ সাংবাদিকদের বলেন, ‘নেদারল্যান্ডের স্কুলগুলো আবার খুলে দেয়া হচ্ছে। আর এটা বাবা-মা, শিক্ষক বিশেষকরে শিশুদের জন্য একটি পরিত্রাণের খবর।’
ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরণের ব্যাপারে উদ্বেগের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অব্যাহত রাখবো, কারণ নেদারল্যান্ডে নাজুক পরিস্থিতি বিরাজ করছে।’
এদিকে ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার করোনাভাইরাসে নতুন করে ৩ হাজার ৭১৪ জন আক্রান্তের এবং ৪০ জনের মৃত্যুর কথা জানিয়েছে।
বাসস/এমএজেড/১৩০০/-জেহক