বাসস দেশ-৫৬ : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলা বিষয়ক কর্মশালা

328

বাসস দেশ-৫৬
জলবায়ু পরিবর্তন-কর্মশালা
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলা বিষয়ক কর্মশালা
সাতক্ষীরা, ৩১ জানুয়ারি ২০২১ (বাসস) : জেলায় আজ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার ও গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর যৌথ উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার জামানুর রহমান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপির) সহকারী আবাসিক প্রতিনিধি খুরশিদ আলম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয়ের যুগ্ম-সচিব ইকবাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
বাসস/এনডি/সংবাদদাতা/২০৫০/এমকে