ইয়াসির-হাসানের জন্য সুযোগ

433

চট্টগ্রাম, ৩১ জানুয়ারি ২০২১ (বাসস) : কেউ ইনজুরি বা অসুস্থ না হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের নতুন দুই খেলোয়াড় ইয়াসির আলি ও হাসান মাহমুদের খেলার সম্ভাবনা খুবই কম।
তারপরও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ থাকছে ইয়াসির-হাসানের। এমনটাই মনে করেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বাংলাদেশের সফল অধিনায়ক বাশার জানান, জাতীয় দলের তারকাদের সাথে ড্রেসিংরুম ভাগ করে দলীয় সংস্কৃতি বুঝতে পারা এবং দলের মধ্যে পরিবেশের সাথে মানিয়ে নেয়ার সুযোগ তারা পাচ্ছে, যা তাদের মানসিকভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।
চট্টগ্রামে আজ গণমাধ্যমকে বাশার বলেন, ‘চূড়ান্ত একাদশে তাদের রাখা হবে কি-না, তা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। তারা যদি দলের কম্বিনেশনের সাথে নিজেদের প্রমান করতে পারে, তবে তাদের অভিষেক হতে পারে, নয়তো নয়।’
তিনি আরও বলেন, ‘তবে অভিষেকের কথা চিন্তা না করে, এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা উচিত। তারা অভিষেকের সুযোগটি পাবে কি-না তাতে আসলেই কিছু যায় আসে না। এমনকি তারা শুধুমাত্র স্কোয়াডে থাকার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারে। দলীয় সংস্কৃতি শেখা এবং দলের পরিবেশের সাথে মানিয়ে নেয়ার সুযোগ রয়েছে তাদের জন্য। জাতীয় তারকাদের সাথে থেকে, নিজেদেরকে মনস্তাত্বিকভাবে প্রস্তুত করতে পারবে, যা অভিষেক ম্যাচ খেলতে তাদের জন্য সহায়ক হবে।’
তবে উঠতি তারকা হাসান মাহমুদের পারফরমেন্সে মুগ্ধ বাশার। সদ্যই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুন পারফরমেন্স করে লাইমলাইটে এসেছেন তিনি।
হাসানের গতি বিদেশের মাটিতে অনেক বেশি কার্যকর হবে বলে বিশ্বাস বাশারের। তিনি বলেন, ‘হাসান খুব বেশি প্রথম শ্রেনির ম্যাচ খেলেনি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিণত হয়েছে হাসান। সে আমাদের সত্যিকার প্রতিভা।’
বাশার বলেন, ‘আমার মনে হয় আমরা তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি। বিশেষভাবে, যখন আমরা বিদেশের কন্ডিশনে খেলবো। বিদেশের মাটিতে আপনার এমন একজন পেসার প্রয়োজন, যার পেস রয়েছে এবং হাসানের তা রয়েছে। তার ভবিষ্যত ভালো এবং আমি মনে করি সাদা ও লাল বলের ক্রিকেটে তার কাছ থেকে বাংলাদেশ ভালো সেবা পাবে।’