লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

327

লক্ষ্মীপুর, ৩১ জানুয়ারি ২০২১ (বাসস): জেলায় আজ রায়পুর ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
আজ রোববার সকালে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (২৭) এবং দুপুরে সদর উপজেলার যাদৈয়া এলাকায় পিকআপ ভ্যান চাপায় স্কুলছাত্র সজীব হোসেন (১১) নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা থেকে ফেরার পথে রায়পুর উপজেলার চরপাতা এলাকায় চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত জাহাঙ্গীর কমনগর উপজেলার চরলরেন্স গ্রামের মৃত আবদুস শহিদের পুত্র।
রায়পুরে সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েরুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, রোববার দুপুরে সদর উপজেলার যাদৈয়া এলাকায় ভোজ্য তেলবাহী পিকআপভ্যান চাপায় বাইসাইকেল আরোহি সজীব মারা গেছে। সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
নিহত সজীব মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের খোরশেদ আলমের পুত্র এবং মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি ছাত্র।
দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহম্মেদ জানান, নিহত স্কুলছাত্র সজীব-এর মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।